‘দেশের মূল ভূভাগ ও তাইওয়ান একই চীনের অন্তর্ভুক্ত’
2022-06-15 15:53:20


জুন ১৫: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক কার্যালয় আজ (বুধবার) এক নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে তার মুখপাত্র মা সিও কুয়াং জানান,  দেশের মূল ভূভাগ ও তাইওয়ান একই চীনের অবিচ্ছেদ্য অংশ। এ বাস্তবতা কখনোই পরিবর্তন হয়নি।   

           

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দুপারের সম্পর্ক উন্নয়ন ও দেশের একীকরণ বাস্তবায়ন করতে তাইওয়ান প্রণালীর দুপারের সম্পর্কের সংশ্লিষ্ট আইন ও বাস্তবতাকে ভিত্তি হিসেবে সম্মান করতে হবে। তার সংশ্লিষ্ট আইন ও বাস্তবতা হচ্ছে তাইওয়ান প্রণালীর দুপারের একীকরণ এখনো বাস্তবায়িত হয়নি, তবে দেশের মূল ভূভাগ ও তাইওয়ান এক চীনের অন্তর্ভুক্ত। চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখন্ডতা কখনোই বিচ্ছিন্ন হয়নি। 


মা সিও কুয়াং বলেন, শান্তিপূর্ণ একীকরণ তাইওয়ান প্রণালীর দুপারের চীনাদের অভিন্ন স্বার্থ ও চীনা জাতির মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। তাইওয়ান প্রণালীর দুপারের চীনা জনগণ একসাথে প্রচেষ্টা চালিয়ে দৃঢ়ভাবে ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ বিরোধিতা করবে, একযোগে তাইওয়ান প্রণালীর দুপারের সম্পর্কের শান্তিপূর্ণ ও সমন্বিত উন্নয়ন এবং একযোগে মাতৃভূমির একীকরণের প্রক্রিয়াকে এগিয়ে নেবে। 

(আকাশ/এনাম/রুবি)