সি-পুতিন ফোনালাপ অনুষ্ঠিত
2022-06-15 19:13:17

জুন ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (বুধবার) ফোনালাপ করেছেন।

 

(ফাইল ফটো)

ফোনালাপে সি চিন পিং বলেছেন, চলতি বছর বিশ্বে দাঙ্গা-হাঙ্গামা দেখা দেওয়া সত্ত্বেও চীন-রাশিয়া সম্পর্কোন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় রয়েছে। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার স্থিতিশীল উন্নয়ন হয়েছে। রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, সার্বভৌমত্ব, নিরাপত্তাসহ নানা কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সমর্থন দিতে ইচ্ছুক চীন।

 

পুতিন বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে চীন যে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে, তার জন্য আমি তাঁকে অভিনন্দন জানায়। চলতি বছর রাশিয়া চীনের উত্থাপিত বিশ্ব নিরাপত্তা উদ্যোগ সমর্থন করেছে। সিনচিয়াং, হংকং ও তাইওয়ানসহ নানা বিষয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যে কোনো শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে মস্কো।

 

তিনি বলেন, চীনের সঙ্গে বহুপক্ষীয় সমন্বয় জোরদার করে বিশ্বের মেরুকরণ এবং আরও সমতাসম্পন্ন ও উপযোগী আন্তর্জাতিক শৃঙ্খলা গঠনের জন্য যৌথ প্রচেষ্টা চালাতে চায় রাশিয়া।

 

 

(রুবি/এনাম/শিশির)