কাল ‘ছিউ সি’ সাময়িকীতে প্রকাশিত হবে প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ প্রবন্ধ
2022-06-15 19:25:39


জুন ১৫: আগামিকাল (বৃহস্পতিবার) প্রকাশিতব্য ‘ছিউ সি’ সাময়িকীর দ্বাদশ সংখ্যায় প্রকাশিত হবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। 


প্রবন্ধের শিরোনাম হলো ‘দৃঢ়ভাবে চীনের মানবাধিকার উন্নয়নের পথে এগিয়ে যাব, দেশের মানবাধিকারের উন্নয়নকে আরো ভালভাবে প্রমোট করব’। 


প্রবন্ধে জোর দিয়ে বলা হয়, মানুষের প্রাণ, মূল্যবোধ ও মর্যাদা রক্ষা করা এবং সবাই যেন মানবাধিকার উপভোগ করতে পারে-এ লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে মানব সমাজের অভিন্ন সাধনা। মানবাধিকারের সম্মান ও সুরক্ষা হচ্ছে সিপিসির সদস্যদের অব্যাহত প্রচেষ্টা। সিপিসির একশ’ বছরের ইতিহাসে মানবাধিকারকে সম্মান, নিশ্চিত ও উন্নয়নের জন্য সিপিসির নেতৃত্বে জনগণের অব্যাহত প্রয়াস রয়েছে। 


প্রবন্ধে আরো বলা হয়, সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেস আয়োজনের পর থেকে মানবাধিকারের সম্মান ও নিশ্চিত করা দেশের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কাজে পরিণত হয়েছে। আমরা দেশের মানবাধিকারকে এগিয়ে নিয়ে ঐতিহাসিক সুফল অর্জন করেছি। 

প্রবন্ধে বলা হয়, দেশের মানবাধিকার উন্নয়ন এগিয়ে নেয়ার পথে, আমরা মার্ক্সবাদের মানবাধিকার খাতের মুল্যবোধকে চীনের বাস্তবতা ও ঐতিহাসিক সংস্কৃতির সাথে সংযোগ করেছি। আমরা নিজ দেশের পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ মানবাধিকার উন্নয়নের একটি পথ সৃষ্টি করেছি। 

(আকাশ/এনাম/রুবি)