রুশ নিষেধাজ্ঞার আওতায় এলেন ব্রিটেনের গণমাধ্যম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৪৯ ব্যক্তি
2022-06-15 10:58:40

জুন ১৫: ব্রিটেনের গণমাধ্যম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৪৯ ব্যক্তিকে নিষেধাজ্ঞা-তালিকায় অন্তর্ভুক্ত করেছে মস্কো। গতকাল (মঙ্গলবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতি অনুসারে, ‘গার্ডিয়ান’ ও বিবিসি-সহ ব্রিটিশ গণমাধ্যমের ২৯ জন নিষেধাজ্ঞা-তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। কারণ, তাঁরা রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষ নিয়ে মিথ্যাচার করেছেন ও করছেন। তাদের আচরণ ব্রিটিশ সমাজে রাশিয়া-বিরোধী মনোভাব উস্কে দিয়েছে।  

তা ছাড়া, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জেরেমি কুইনসহ ২০ জন সরকারি কর্মকর্তাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউক্রেনে অস্ত্র সরবরাহের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাশিয়া। (সুবর্ণা/আলিম/মুক্তা)