১ লাখ ডোজ মাঙ্কিপক্স টিকা কিনবে ইউরোপ
2022-06-15 16:14:22

জুন ১৫: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বাস্থ্য জরুরি প্রস্তুতি ও প্রক্রিয়া বিভাগ গতকাল (মঙ্গলবার) ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে একটি ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে।  এ চুক্তির আওতায় ১ লাখ ৯ হাজার ডোজ মাঙ্কিপক্স ভ্যাকসিন কিনবে ইইউ।

 

এদিকে, বেলারুশের  জাতীয় এপিডেমিওলজি এবং মাইক্রোবায়োলজি বৈজ্ঞানিক ও অনুশীলন কেন্দ্র গত ১৩ জুন জানিয়েছে,  বেলারুশ সফলভাবে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত ব্যবস্থা আবিষ্কার করেছে।

 

ইউরোপীয় কমিশনের গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্স রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে ইইউর সদস্য দেশ, নরওয়ে এবং আইসল্যান্ডের যত দ্রুত সম্ভব টিকা অর্জনে উল্লেখিত চুক্তি স্বাক্ষরিত হয়। ইইউ সদস্য দেশের মধ্যে যেখানে মাঙ্কিপক্স মহামারি গুরুতর হবে, সেখানে চলতি মাসের শেষ দিকে টিকা দিতে পারবে।

 

গত ১৮ মে থেকে ইইউর ১৯টি সদস্য দেশ মোট ৯০০টি মাঙ্কিপক্স  আক্রান্তের কেস রিপোর্ট করে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের বৈশ্বিক গণস্বাস্থ্য ঝুঁকিকে মাঝারি হিসেবে বিবেচনা করছে। (শিশির/এনাম/রুবি)