যেভাবে কাজ করছে পেই তৌ নেভিগেশন ব্যবস্থা
2022-06-15 19:55:49

জুন ১৫: ২০২০ সালের ৩১ জুলাই থেকে চীন আনুষ্ঠানিকভাবে পেই তৌ বিশ্বব্যাপী নেভিগেশন ব্যবস্থা চালু করেছে। এ ব্যবস্থা বর্তমানে পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ ও অঞ্চল কাজে লাগিয়েছে, যার সঙ্গে জড়িত শিল্পের মূল্য ৪০ হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে।

 

ক্যাপশন: সিয়াও মি, হুয়া ওয়েই ও অ্যাপেলসহ নানা স্মার্ট মোবাইলে রয়েছে পেই তৌ নেভিগেশন ব্যবস্থা

 


ক্যাপশন: রোবট পোস্টম্যান পেই তৌ নেভিগেশন ব্যবস্থার ভিত্তিতে প্যাকেট ডেলিভারি করে।

 

ক্যাপশন: কৃষি ও বন রক্ষার লক্ষ্যে ব্যবহৃত চালকবিহীন ড্রোনে আছে পেই তৌ নেভিগেশন ব্যবস্থা।

 


ক্যাপশন: মিয়ানমারে পেই তৌ নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্থানের কৃষি পরিসংখ্যান সংগ্রহ করা হয়।

 


ক্যাপশন: লাওসে পেই তৌ নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে জমি মাপা হয়েছে।

 


ক্যাপশন: পেই তৌ নেভিগেশন ব্যবস্থা ব্যাপকভাবে থাইল্যান্ডের ই-কমার্স ও পোস্ট ডেলিভারিতে ব্যবহৃত হচ্ছে।

 

(রুবি/এনাম/শিশির)