গুরুতর অসুস্থ মার্কিন গণতন্ত্র: সিআরআই সম্পাদকীয়
2022-06-15 19:27:37


জুন ১৫: গণতন্ত্রকে হুমকি দেয়ার পদ্ধতিগত সমস্যা যদি যুক্তরাষ্ট্র মোকাবিলা না করে, তাহলে ‘ক্যাপিটল হিলের ঘটনা’ নিয়ে এবারের শুনানি কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না। সম্প্রতি মার্কিন সাংবাদিক নোল্যান হিগডন এ মন্তব্য করেছেন। 


স্থানীয় সময় ১৪ জুন পর্যন্ত‘ক্যাপিটল হিলের দাঙ্গা’ বিষয়ে ইতোমধ্যে দু’বার শুনানি হয়েছে। সিএনএন জানায়, এবারের শুনানির লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন জনগণ ওই দাঙ্গার প্রভাব স্মরণ রাখবে। 


এক বছর আগে গত বছরের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েক হাজার সমর্থক ক্যাপিটল হিলে ডুকে পড়ে এবং তারা সহিংস পদ্ধতিতে নির্বাচনের ফল পরিবর্তন করতে চায়। তাতে পাঁচজন নিহত এবং ১৪০ জনেরও বেশি পুলিশ আহত হয়। সাত শতাধিক লোককে গ্রেফতার করা হয়। তাতে দেখা যায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী গুরুতর বিভাজন। 


এনবিসির একটি জরিপে দেখা যায়, তার ৪৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ক্যাপিটল হিলের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের পুরোপুরি দায়িত্ব রয়েছে। আর ৫৫ শতাংশ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘কিছুটা দায়িত্ব’ রয়েছে বা ‘কোনো দায় নেই’। 


গণতন্ত্র স্লোগান নয়, তার মাধ্যমে বাস্তব সমস্যা সমাধান করা উচিত। মার্কিন গণতন্ত্র যদি করোনা মহামারী প্রতিরোধ করতে না পারে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারে, বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারে, জনগণের দাবি পূরণ করতে না পারে, তাহলে আমরা বলতে পারি, এ গণতন্ত্র গুরুতর অসুস্থ।

 

(আকাশ/এনাম/রুবি)