মালিকে সহায়তা করতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান
2022-06-14 20:02:28


জুন ১৪: গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মালি-বিষয়ক এক সভায় জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন মালিকে সহায়তা করতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানান। 


চাং চুন বলেন, মালি আফ্রিকার সন্ত্রাসবাদ দমনের সম্মুখ সারিতে রয়েছে। সম্প্রতি দেশটি সন্ত্রাস দমনে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়েছে। তাতে বেশ কিছু সুফল অর্জিত হয়েছে।


তিনি বলেন,  আফ্রিকার সন্ত্রাস দমনের সার্বিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ বিবেচনা করে অর্থ, সরঞ্জাম, ও গোয়েন্দা খাতে মালি সরকারকে আরো বেশি সমর্থন দেয়া উচিত। 


তিনি জানান, চীন মনে করে, সন্ত্রাস দমনের কার্যক্রমে মানবাধিকারকে সম্মান ও রক্ষা করা উচিত। পাশাপাশি, সন্ত্রাস দমনে দ্বিচারিতার বিরোধিতা করে চীন। মানবাধিকারের অজুহাতে অপরাজনীতিরও বিরোধিতা করে বেইজিং।  


তিনি আরো জানান, আফ্রিকান মানুষদের আফ্রিকান পদ্ধতিতে আফ্রিকার সমস্যা সমাধান করার বিষয়কে চীন বরাবরই সমর্থন দিয়ে আসছে। 

(আকাশ/এনাম/রুবি)