আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা ও নীতিবিধি লঙ্ঘন করছেন মার্কিন রাজনীতিকরা: চীনা মুখপাত্র
2022-06-14 19:14:00

জুন ১৪:  মার্কিন দুটি পার্টির সংসদ সদস্যরা সম্প্রতি চীনে বিনিয়োগের ওপর সীমাবদ্ধতা আরোপের বিষয়ে সম্মত হয়েছে। এটা আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা ও নীতিবিধি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।  আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেছেন।

 

ওয়াং ওয়েন পিন বলেন, বিনিয়োগের ক্ষেত্রে অনুপযোগী সীমাবদ্ধতা আরোপ করলে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় বাধা তৈরি হবে। তাতে আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা ও নীতিবিধিও ক্ষতিগ্রস্ত হবে।  উন্মুক্ততা ও সহনশীলতা যুগের প্রবণতা। চীন উচ্চ মানের উন্মুক্ততা জোরদার করছে। চীনের প্রাণবন্ত ও সম্ভাবনাময় বাজার রয়েছে। (রুবি/এনাম/শিশির)