চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্বাভাবিক করতে বাস্তব উদ্যোগ প্রয়োজন: চীনা মুখপাত্র
2022-06-14 10:07:47

জুন ১৪: চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বাস্তব কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। চীনের প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্তোনি আলবানিজের জবাবি চিঠি পাঠানো প্রসঙ্গে গতকাল (সোমবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

মুখপাত্র বলেন, একটি স্বাস্থ্যকর ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার উচিত চীনের সাথে সম্পর্কের ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করা। পারস্পরিক সম্মানের ভিত্তিতে ও অমিল পাশে রেখে মিল অন্বেষণ করার মাধ্যমে, দু’দেশের সম্পর্ক উন্নয়ন করা সম্ভব। (সুবর্ণা/আলিম/মুক্তা)