চীন সম্পর্কে ইন্দোনেশীয় প্রতিরক্ষামন্ত্রীর ইতিবাচক মন্তব্য সন্তোষজনক: বেইজিং
2022-06-14 10:59:56

জুন ১৪: শাংরি-লা সংলাপে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর চীন সম্পর্কিত ইতিবাচক মন্তব্য সন্তোষজনক; বেইজিং এর প্রশংসা করে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওয়াং ওয়েন পিন বলেন, এশীয় জনগণ স্নায়ুযুদ্ধসহ বিভিন্ন ধরনের যুদ্ধের মধ্যেও শান্তিকে জিইয়ে রেখেছে। দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীনও সবসময় শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থেকেছে এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ দফা নীতি ও বান্দুং সম্মেলনের চেতনা লাল করে আসছে। চীন এশিয়াকে নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করতে এবং মানবজাতির কল্যাণে নতুন অবদান রাখতে চায়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শাংরি-লা সংলাপে বলেন, চীন সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে এবং সবসময় ইন্দোনেশিয়ার ভালো বন্ধু। তিনি বিভিন্ন দেশের প্রতি চীনের পুনরুত্থানকে সম্মান করার আহ্বানও জানান। (প্রেমা/আলিম/ছাই)