বৃটিশ সরকারকে মানবাধিকার নিয়ে ভন্ডামি বন্ধের আহ্বান চীনের
2022-06-14 20:04:18


জুন ১৪: সম্প্রতি বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে আশ্রয়প্রার্থী বিদেশীদের রুয়ান্ডা পাঠানোর  ঘোঘণা দিয়েছে।


এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বৃটেনের সরকারের উচিত মানবাধিকারের বিষয়ে তাদের অহংকার ও ভন্ডামি বন্ধ করা এবং সঠিক কাজের মাধ্যমে দেশ ও বিদেশের সমালোচনার জবাব দেয়া। 


তিনি বলেন,বৃটেন সবসময় নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে জাহির করে আসছে। ঘন ঘন মানবাধিকারের অজুহাতে তারা অন্য দেশের ব্যাপারে মতামত প্রকাশ করে। তবে, তারা যখন শরণার্থী অভিবাসন সমস্যার সম্মুখীন হয়, তখন তারা ‘মানবাধিকার নীতি’ ও মানবিকতাকে উপেক্ষা করে এবং নিজের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করে। 


তিনি আরো বলেন, বৃটেন সরকারের কর্মকর্তাদের কথায় আমরা দেখেছি, মানবাধিকার বিষয়ে বৃটেন শুধু অন্য পক্ষের কার্যক্রম চায়, নিজেরা কোনো দায় নিতে রাজি নয়। 


(আকাশ/এনাম/রুবি)