জুন ১৪: লাল, হলুদ ও নীল রঙের চিহ্নগুলো দূর থেকে প্রস্ফুটিত ফুলের মতো দেখায়। এসব চিহ্ন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লিনচি শহরের বোমি জেলায় ডংরুও গ্রামে তিব্বতি গ্যাস্ট্রোডিয়া চাষের ঘাঁটিতে এমন দৃশ্য দেখা যায়। ২০২০ সালের মে মাসে, তিব্বত বোমি মালভূমি তিব্বত গ্যাস্ট্রোডিয়া ইন্ডাস্ট্রিয়াল উন্নয়য়ন কম্পানি লিমিটেড নিবন্ধিত ও স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। এখানে বৈজ্ঞানিকভাবে গ্যাস্ট্রোডিয়া চাষ কৃষকের আয় বাড়িয়েছে।
(ইয়াং/আলিম/ছাই)