চীনা বাহিনীর শান্তিকালীন কার্যক্রমের রূপরেখা প্রকাশিত
2022-06-14 20:01:13


জুন ১৪: চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি একটি সামরিক নির্দেশনায় স্বাক্ষর করেছেন। তাতে চীনা সামরিক বাহিনীর শান্তিকালীন কার্যক্রমের রূপরেখা প্রকাশিত হয়। এটি আগামিকাল (বুধবার) থেকে কার্যকর হবে। 


রূপরেখাটি সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে। তা জনগণের প্রাণ ও সম্পদের নিরাপত্তা রক্ষা, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের স্বার্থ রক্ষা, বিশ্বের শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং চীনা বাহিনীর শান্তিকালীন কার্যক্রমের ব্যবস্থাপনা জোরদার করবে। 


তাতে মোট ৬টি অধ্যায় রয়েছে। তা চীনা বাহিনীকে শান্তিকালীন কার্যক্রম চালাতে আইনী ভিত্তি প্রদান করেছে। 

 (আকাশ/এনাম/রুবি)