নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র ভিডিও-বৈঠক অনুষ্ঠিত
2022-06-14 11:00:38

জুন ১৪: চীনের জাতীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানায়া মাহুতার সঙ্গে এক ভিডিও-বৈঠকে মিলিত হন।

এসময় ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন ও নিউজিল্যান্ডের উচিত বিগত ৫০ বছরের সম্পর্কের অভিজ্ঞতা কাজে লাগানো, পারস্পরিক আস্থা বৃদ্ধি করা, ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতার ওপর জোর দেওয়া।

ওয়াং ই বলেন, চীন ও নিউজিল্যান্ডের মধ্যে ৫০ বছরের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পারস্পরিক সম্মান। উভয় পক্ষই একে অপরের উন্নয়ন-পথকে সম্মান করে, স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে, বহুপাক্ষিকতাকে লালন করে, এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এই মূল্যবান অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভবিষ্যতেও কাজে লাগাতে হবে।

ওয়াং ই আরও বলেন, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। নিউজিল্যান্ডের সাথে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর ঐতিহ্যগত সম্পর্ক ও এতদঞ্চলে বিদ্যমান সহযোগিতাব্যবস্থাকে চীন সম্মান করে। চীন নিউজিল্যান্ডের সাথে আরও বহুপক্ষীয় সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করতে চায় এবং একটি উন্মুক্ত, সহনশীল, ঐক্যবদ্ধ, ও সহযোগিতামূলক দক্ষিণ প্রশান্ত মহাসাগর সৃষ্টিতে ভূমিকা রাখতে আগ্রহী।

জবাবে মাহুতা বলেন, নিউজিল্যান্ড ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি বড় ঘটনা। নিউজিল্যান্ড ও চীনের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন, বাস্তব সহযোগিতা বৃদ্ধি, ও জনগণ পর্যায়ে দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে নিউজিল্যান্ড।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ড দীর্ঘকাল ধরেই ‘এক-চীন নীতি’ মেনে আসছে। তাঁর দেশ স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি চীনের ইতিবাচক দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করে। নিউজিল্যান্ড ও চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মহামারী মোকাবিলা, এবং আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধির মতো ক্ষেত্রে সংলাপের মাধ্যমে অভিন্ন লক্ষ্য অর্জন করতে পারে। (ইয়াং/আলিম/ছাই)