শাংরি-লা সংলাপে জেলেনস্কি’র বক্তব্য তাইওয়ানসম্পর্কিত নয়: বেইজিং
2022-06-14 11:04:43

জুন ১৪: শাংরি-লা সংলাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সংশ্লিষ্ট বক্তব্যে তাইওয়ান নিয়ে কোনো কথা বলেননি। কোনো কোনো বিদেশি গণমাধ্যম এখানে জোর করে তাইওয়ান প্রসঙ্গ আনার চেষ্টা করছে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

চীনা মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যুর সাথে ইউক্রেন ইস্যুর মৌলিক পার্থক্য রয়েছে। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো বাইরের হস্তক্ষেপ এক্ষেত্রে অগ্রহণযোগ্য। চীন দৃঢ়তার সাথে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে যাবে।

উল্লেখ্য, ভিডিও-সংযোগের মাধ্যমে শাংরি-লা সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি বলেছিলেন, আজকের ইউক্রেনের উদাহরণ বিশ্বের উদাহরণ। কেউ যুদ্ধ থেকে লাভবান হবে না। বিশ্বকে ইতিবাচক কূটনীতি দিয়ে ঘটনাপ্রবাহকে ইতিবাচক দিকে প্রবাহিত করতে হবে। (প্রেমা/আলিম/ছাই)