‘ভালোবাসার নদী’
2022-06-14 13:35:14

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চিয়াং সুয়েই আর-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চিয়াং সুয়েই আর, ১৯৮৭ সালের ২৫ ফেব্রুয়ারি চীনের সিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী।

 

২০০৮ সালে চিয়াং সুয়েই আর  বেইজিংয়ে ‘আশার তারা’ নামে নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় দেশের শীর্ষ দশজন শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন। একই বছর তিনি ২০০৮ সালে চীনের লণ্ঠন উত্সবের গালায় অংশ নিয়েছেন। ২০১০ সালে তাঁর অ্যালবাম ‘আমার অশ্রু কে গুরুত্ব দেয়’ বাজারে আসে। ২০১৮ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘আমার সঙ্গে গান গাও’ মুক্তি পায়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিয়াং সুয়েই আর-এর গান ‘ফিরে আসার সময় জিজ্ঞেস করো না’। গানের কথায় বলা হয়, মনে লুকিয়ে রাখা ব্যথা, ঠান্ডা রাতে কিভাবে তোমাকে ভালোবাসা জানাবো। ফিরে আসার সময় জিজ্ঞেস করো না, কেউ উপলব্ধি করে না। প্রেম ভেঙে গেছে, ঠান্ডা না উষ্ণ, নিজের ব্যাপার। ফিরে আসার সময় জিজ্ঞেস করো না, কে আমার মনের কথা বোঝে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চিয়াং সুয়েই আর-এর কণ্ঠে ‘ভালোবাসার নদী’। গানের কথায় বলা হয়, আমার পুরানো অ্যালবাম খুলে দেখি, যদিও তোমার চেহারা স্পষ্ট নয়, তবুও আমি নিজেকে স্পষ্টভাবে দেখেছি। আমি কেন প্রতিশ্রুতিতে নিজেকে প্রতারণা করি। কেন এই কথা বলতে পারি না। প্রেম বিচ্ছিন্ন হলে কেন বন্ধু হতে পারে না। কেন তুমি চলে গেছো। এটা কি তোমার চলে যাওয়ার অজুহাত? যদি আবার শুরু করতে পারি, তুমি কি আমাকে ভালোবাসবে?

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিয়াং সুয়েই আর-এর আরেকটি গান, গানের নাম ‘তোমার কারণে তাকে ভালোবেসেছি’। গানের কথায় বলা হয়, আগের ভালোবাসা, আমি সত্যি ভুলে যেতে পারি না। তোমার জন্য কত কিছু ত্যাগ করলেও আমার দুঃখ লাগে না। কেন তুমি আমাকে এমন কথা বলো। এখন তোমার মতো ছেলেকে দেখেছি, আমাকে তুমি দেয়া যায় না- এমন ভালোবাসা দিয়েছো। তবে একদিন তোমার ছবি দেখে আমার অশ্রু আসে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি সুন্দর গান। এর নাম ‘কে আমার অশ্রু কেয়ার করে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগে।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিয়াং সুয়েই আর-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)