ইউক্রেনে শস্য গুদামের অভাব দেখা দিতে পারে
2022-06-13 15:10:45

জুন ১৩: স্থানীয় সময় গতকাল (রোববার)  ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল বলেছেন, দেশের কিছু কৃষি অবকাঠামো ধ্বংস হবার কারণে চলতি বছরের শরতের শস্য মজুতকরণে গুদামের অভাব দেখা দিতে পারে।

 

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে ইউক্রেনে উত্পাদিত সবফসল সংরক্ষণের জন্য যথেষ্ট গুদাম থাকবে না। ফলে বর্তমানে কৃষি মন্ত্রণালয় মোবাইল স্টোরেজের সম্ভাবনা খতিয়ে দেখছে।

 

জুন মাসের শুরুর দিকে প্রকাশিত ইউক্রেনের খাদ্য কমিটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশের খাদ্য ও তৈলবীজের ফলন হবে ৬ কোটি ৬৫ লাখ টন। (শিশির/এনাম/রুবি)