চীনকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে যুক্তরাষ্ট্র: চীনা মুখপাত্র
2022-06-13 19:06:30


জুন ১৩: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র বার বার চীনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার করছে। তাতে যুক্তরাষ্ট্রের সত্যিকারের চেহারা ফুটে ওঠেছে। 


ওয়াং ওয়েন পিন বলেন, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি হচ্ছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম ও তাদের প্রতি দেয়া যুক্তরাষ্ট্রের সমর্থন।             

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একচীন নীতি মানছে না এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে তথাকথিত আন্তর্জাতিক পরিধি সম্প্রসারণে সাহায্য করে চলেছে। যুক্তরাষ্ট্রের এহেন আচরণ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল সংকেত পাঠিয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা নষ্ট করেছে এবং তাইওয়ান প্রণালীর শান্তিতে আঘাত হেনেছে। 


তিনি জানান, যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগরে বড় পরিমাণে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। চলতি বছর গড়ে প্রতিমাসে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে।


তিনি আরো বলেন, চীনকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের মিথ্যা তথ্য আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করতে পারবে না, শুধু মার্কিন বিশ্বাসযোগ্যতা কমাবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত কথা ও কাজে মিল রাখা, সংঘাত, সংঘর্ষ ও নতুন স্নায়ুযুদ্ধ না চাওয়া এবং বিচ্ছিন্নতা ও সংঘাত সৃষ্টিকারী আচরণ বন্ধ করা।’


(আকাশ/এনাম/রুবি)