৪০ বছরে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির মুখোমুখি যুক্তরাষ্ট্র
2022-06-13 15:09:54

জুন ১৩: মার্কিন তথ্যমাধ্যমের খবর অনুযায়ী, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রোধে সেদেশের ফেডারেল রিজার্ভ বোর্ড  মধ্য জুনে আবারও মুদ্রা বিনিময় হার বৃদ্ধি ঘোষণা করবে।

 

মার্কিন শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্র বর্তমানে গত ৪০ বছরে সবচেয়ে  উচ্চ মুদ্রাস্ফীতির মুখোমুখি হয়েছে।

 

প্রেসিডেন্ট জো বাইডেন গত ১০ জুন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানির বিরুদ্ধে তেলের দাম বাড়ানোর অভিযোগ আনেন। পাশাপাশি, খাদ্য ও তেলের দাম বৃদ্ধির দায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বর্তান।

 

এ প্রসঙ্গে মার্কিন বিশ্লেষকরা বলছেন, মার্কিন সরকার অন্যদের বিরুদ্ধে অভিযোগ করে, তবে নিজে মুদ্রাস্ফীতি সংকটের দায় নিতে চায় না।

 

মার্কিন বিশ্ব নিরাপত্তা বিশ্লেষণ ও গবেষণালয়ের সহ-পরিচালক লাউফ্ট বলেছেন, মার্কিন সরকারের নিয়ন্ত্রণহীন ব্যয়, অতিরিক্ত টাকা ছাপানো, অন্য দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ করাসহ  নানা ব্যবস্থার কারণে বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতির হার সৃষ্টি হয়েছে। তবে, বাইডেন সরকার কোন দায় নিতে চায় না, বরং অন্যদেরকে অভিযুক্ত করে আসছে। (শিশির/এনাম/রুবি)