যুক্তরাষ্ট্রে কিছুতেই থামছে না বন্দুক সহিংসতা
2022-06-13 19:01:38


জুন ১৩: মার্কিন তথ্যমাধ্যমের সংবাদে বলা হয়, গত ১০ জুন থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে সাতটি বড় আকারের বন্দুক সহিংসতা ঘটেছে। তাতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। 


টেনেসি অঙ্গরাজ্যের একটি পার্টিতে বন্দুক সহিংসতায় দুইজন পুরুষ নিহত হয়েছে। লুইসিয়ানা অঙ্গরাজ্যের একটি রাস্তায় বন্দুক সতিংসতায় কমপক্ষে চারজন আহত হয়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের একটি সেতুর পাশে বন্দুক সহিংসতায় পাঁচজন তরুণ-তরুণী আহত হয়েছে। 


গত ১১ জুন শিকাগোর দক্ষিণাঞ্চলে এক বন্দুক সহিংসতায় পাঁচজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আর ১২ জুন  ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি নাইট ক্লাবে বন্দুক সহিংসতায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে। 


গান ভায়োলেন্স আর্কাইভের ওয়েবসাইটের তথ্য মতে, গত ১৪ মে থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৬৩টি বড় আকারের বন্দুক সহিংসতা ঘটেছে। 

(আকাশ/এনাম/রুবি)