জেনিভায় ডব্লিউটিও-র মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু
2022-06-13 10:51:10

জুন ১৩: গতকাল (রোববার) সুইজারল্যান্ডের জেনিভায় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে।

৪ দিনব্যাপী সম্মেলনে কোভিড টিকার পেটেন্টের দাবি পরিত্যাগ, মহামারী প্রতিরোধ, মত্স্য খাতে ভর্তুকি, কৃষি, খাদ্য নিরাপত্তা, এবং ডিব্লিউটিও-র সংস্কারের মতো বিষয়গুলো আলোচিত হবে। সদস্যরা সংস্থাটির ভবিষ্যতের কার্যক্রম নিয়েও আলোচনা করবেন।

ডব্লিউটিও-র মহাপরিচালক এনগোজি ওকনজো ইউয়েলা  বলেছেন, বিশ্ব বর্তমানে কোভিড-১৯ মহামারী, খাদ্যঘাটতি, জলবায়ু পরিবর্তন, এবং আঞ্চলিক সংঘাতের মতো একাধিক সংকটের মুখোমুখি। সকল পক্ষকে একসাথে এসব সমস্যা মেকাবিলা করতে ঐক্যবদ্ধ হবে হবে। এই পরিস্থিতিতে, কোনো সদস্য একা থাকতে পারে না।

ইউয়েলা আরও বলেন, ডব্লিউটিওর কাজে অগ্রগতি হচ্ছে। চলমান সম্মেলনে আলোচনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খসড়া নথিও তৈরি করা হয়েছে। আশা করা যায়, সম্মেলন ফলপ্রসু হবে।

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও জেনিভায় বৈঠকে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ডব্লিউটিও-র আওতায় বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা হল আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। চীন বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে বৃহত্তর ভূমিকা পালনের জন্য ডব্লিউটিও-কে আরও উন্নত করতে সব পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।  (ইয়াং/আলিম/ছাই)