বিভিন্ন সভ্যতার সম্প্রীতিময় সহাবস্থানের পক্ষে চীন
2022-06-13 17:15:13

জুন ১৩: বিভিন্ন সভ্যতার মধ্যে একে অপরকে শ্রদ্ধা প্রদর্শন এবং সহাবস্থান ধরে রাখতে বরাবরই উদ্যোগ গ্রহণ করে চীন।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

 

জানা গেছে, সম্প্রতি ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে  ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের অযাচিত মন্তব্য সে দেশের মুসলমানদের মাঝে এবং মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

 

সাংবাদিকদের এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে ওয়াং ওয়েন পিন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট খবর দেখেছি। বিষয়টি সঠিকভাবে মোকাবিলা করা হবে বলে চীন আশা করে’। 

 

তিনি বলেন, সবার উচিত অহংকার ও পক্ষপাতিত্ব বাদ দিয়ে নিজেদের সভ্যতা এবং অন্য সভ্যতার মধ্যকার সম্প্রীতিময় সহাবস্থানকে জোরদার করা। (রুবি/এনাম/শিশির)