চীনাদের সবুজ ও কেতাদুরস্ত জীবন
2022-06-13 16:42:24

জুন ১৩: প্লেট খালি করা, দূষণমুক্ত যাতায়াত করা এবং জীবনযাপনের আবর্জনা দূর করাসহ বর্তমানে সবুজ জীবনযাপন করছে চীনারা। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে শুধু সবুজ ও দূষণমুক্ত নয়, তাদের জীবন অনেক কেতাদুরস্তও হয়েছে।

 

ক্যাপশন: ছোং ছিং’তে ফেনা ও স্ক্র্যাপ চীনামাটির বাসন দিয়ে তৈরি পণ্য নাগরিকদের আকর্ষণ করছে।

 

ক্যাপশন: শাংহাইয়ে জ্বালানি সাশ্রয়ী এলইডি বাতি রাতকে করেছে আলোকিত।

 

ক্যাপশন: পরিবেশবান্ধব ও পুনর্জন্মের কাগজ দিয়ে তৈরি শিল্পকলা প্রদর্শনী চিয়াং সু প্রদেশের নান চিনে অনুষ্ঠিত হয়েছে।

 

ক্যাপশন: ২০২১ সালের কপ-১৫ সম্মেলন চলাকালে প্রদর্শিত পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি পণ্য।

 

ক্যাপশন: বেইজিংয়ের আবর্জনা সংগ্রহ ক্লাব।

 

ক্যাপশন: মধ্য চীনের আন হুই প্রদেশের রাস্তাঘাটে সৌরশক্তি-চালিত বাতি।

 

ক্যাপশন: নতুন জ্বালানি-চালিত গাড়ি।

 

ক্যাপশন: চে চিয়াং প্রদেশের কৃষি ও পণ্য বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন শো। তাতে প্রদর্শিত সকল পোষাকই ছিল সুতি, পাট ও সিল্কসহ নানা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।

(রুবি/এনাম/শিশির)