ইরাকি সংসদের বৃহত্তম রাজনৈতিক দলের সদস্যদের পদত্যাগ
2022-06-13 11:39:41

জুন ১৩: গতকাল (রোববার) ইরাকি জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাবুশি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি সংসদের বৃহত্তম রাজনৈতিক দল ‘সদর আন্দোলন’-এর সংসদ-সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

রোববার ভোরে ইরাকের শিয়া সম্প্রদায়ের নেতা সদর তাঁর নেতৃত্বাধীন ‘সদর আন্দোলন’-এর সকল সংসদ-সদস্যকে পদত্যাগ করার নির্দেশ দেন। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে সদর বলেন, বহুদলীয় সরকার গঠন করা না-হলে ‘সদর আন্দোলন’ রাজনৈতিক প্রক্রিয়া থেকে নিজেকে সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে।

উল্লেখ্য, গত অক্টোবরে ইরাকের সংসদ নির্বাচনে ৩২৯টির মধ্যে ৭৩টি আসন পায় সদর আন্দোলন। গত ৯ই জানুয়ারি সংসদের অধিবেশন বসে। অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা থাকলেও, রাজনৈতিক টানাপড়েনের কারণে সেটা এখনও সম্ভব হয়নি। (সুবর্ণা/আলিম/মুক্তা)