যুক্তরাষ্ট্রের সত্যিকারের পরিস্থিতি কী?
2022-06-13 19:03:43

জুন ১৩: চলতি বছর হচ্ছে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংঘটিত দাঙ্গার ৩০তম বার্ষিকী। ত্রিশ বছর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক কালো মার্কিনীকে একাধিক শ্বেতাঙ্গ পুলিশ বেদড়ক পিটুনি দেয়। কিন্তু বিচারে সকল পুলিশ খালাস পেয়ে যায়। ফলে লস অ্যাঞ্জেলেসে গুরুতর বর্ণবাদী দাঙ্গা ছড়িয়ে পড়ে। তাতে মোট ৬০ জন নিহত এবং দুই হাজারেরও বেশি আহত হয়। এখনও পদ্ধতিগত বর্ণ বৈষম্য যুক্তরাষ্ট্রের সমাজের একটি বড় সমস্যা। 


যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে এক মিলিয়নের বেশি লোক করোনা মহামারীতে প্রাণ হারিয়েছে। এটি মার্কিন রাজনীতিকদের মানুষের প্রাণের অধিকারকে উপেক্ষা করার বাস্তব প্রমাণ। 


যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুসারে, টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ের বন্দুক সহিংসতার পরের দুই সপ্তাহে  যুক্তরাষ্ট্রে ৬৫০টিরও বেশি বন্দুক সহিংসতায় মোট ৭৩০ জন নিহত হয়েছে। 


পাশাপাশি, যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে এবং অন্য দেশসমূহে সংঘর্ষ সৃষ্টির অপচেষ্টা করছে। এভাবে যুক্তরাষ্ট্র তার অস্ত্র শিল্পকে চাঙ্গা রাখছে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সত্যিকারের পরিস্থিতি। 

(আকাশ/এনাম/রুবি)