জুন ১৩: কানাডার প্রতিরক্ষামন্ত্রী আনিতা আনন্দ সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রিলা সংলাপে চীনা যুদ্ধ বিমান কানাডার সামরিক বিমানকে তার যাত্রাপথে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বলেছেন, কানাডার মন্তব্য একটি চীনা প্রতিবাদের প্রতিফলন, আর তা হল ‘দোষী পক্ষই প্রথম মামলা করে’।
ওয়াং ওয়েন পিন বলেন, আসল ঘটনা হল কানাডার সামরিক বিমান হাজার হাজার মাইল দূর থেকে উড়ে এসে চীনের সীমান্তে বিরক্ত করে। এ ক্ষেত্রে কানাডা নয়, বরং চীন হুমকি অনুভব করে।
তিনি বলেন, কানাডা বলেছে যে, তাদের বিমান উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের অবরোধ প্রস্তাব বাস্তবায়নে এখানে এসেছে, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোন দেশকে অন্য দেশের জলসীমা ও আকাশসীমায় সামরিক বাহিনী মোতায়েন ও তত্ত্বাবধান করার অধিকার দেয়নি। কানাডার বিমান যা করেছে, তা সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি। (শিশির/এনাম/রুবি)