পাক-চীন বন্ধুত্ব পাথরের মত মজবুত: পাক সেনাপ্রধান
2022-06-13 19:01:00


জুন ১৩: গতকাল (রোববার) চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইসচেয়ারম্যান চাং ইউ সিয়া ছিংতাওয়ে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন। 


চাং ইউ সিয়া বলেন, পরিবর্তনশীল পরিস্থিতি ও মহামারী মোকাবিলায় প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ ও বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেছেন। তা আরো ন্যায্য এবং যুক্তিসঙ্গত বৈশ্বিক ব্যবস্থার জন্য চীনা পদ্ধতি প্রদান করেছে। সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে চীন ও পাকিস্তান ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে এবং পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। 


পাক সেনাপ্রধান বলেন, পাক-চীন বন্ধুত্ব পাথরের মত শক্ত ও মজবুত। পাকিস্তান চীনের গণমুক্তি ফৌজের সাথে সংলাপ ও সমন্বয় আরো জোরদার করতে আগ্রহী। চীনা পক্ষের সাথে সহযোগিতা চালিয়ে সন্ত্রাসবাদ দমন করতে চায় পাকিস্তান। একযোগে দু’দেশ তাদের অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক শান্তির জন্য কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। 

               

(আকাশ/এনাম/রুবি)