মাশরুম চাষে সমৃদ্ধ পান মা জেলা
2022-06-13 19:02:04

জুন ১৩: চীনের ছিং হাই প্রদেশের কুও লুও তিব্বত জাতি স্বায়ত্তশাসিত রাজ্যের পান মা জেলায় মাশরুম চাষের খামারে মাশরুমের অঙ্কুরোদগম হচ্ছে।

 

পান মা জেলা সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উঁচুতে অবস্থিত। বছরে ১৭০ দিনের বেশি সময় সেখানে বৃষ্টি পড়ে। ফলে সেখানকার মাটি মাশরুম চাষের জন্য খুবই উর্বর।

 

খামারের মালিক জানিয়েছেন, একবছরে মাশরুম চাষ থেকে তার আয় হয় ৫ লাখ ইউয়ান। প্রতিবছর খামারটি ২৬টি পরিবারকে ৩ লাখ ইউয়ান ভাতা দিতে পারে এবং আশেপাশের গ্রামকে ১০টিরও বেশি কর্মসংস্থানের সুযোগ দিতে পারে।

 

(রুবি/এনাম/শিশির)