চীনে রেলপথের দ্রুত উন্নয়ন
2022-06-13 16:48:22

জুন ১৩: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অষ্টাদশ কংগ্রেসের পর থেকে গত একদশকে রেলপথের আকার ও মান অনেক উন্নত হয়েছে। দৈর্ঘ্য বেড়েছে ৫২ হাজার কিলোমিটার।

 

গত বছরের শেষ পর্যন্ত চীনের ৮১ শতাংশ জেলা রেল নেটওয়ার্কের আওতায় এসেছে। আর ৫ লাখ জনগোষ্ঠীর বাস রয়েছে এমন শহরগুলোর ৯৩ শতাংশেই এখন দ্রুত গতির ট্রেনে করে যাওয়া যায়।

 

আন্তর্জাতিক পর্যায়ে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগকে কেন্দ্র করে চীন-লাওস রেল পথ, আদ্দিস আবাবা-জিবুতি রেলওয়ে, এবং কেনিয়ার মোম্বাসা-নাইরোবি রেলওয়ে চালু হয়েছে।

 

এছাড়া, চীনের রেলপথের প্রযুক্তি ও সরঞ্জাম বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)