লিন জি সিয়াং সঙ্গীত জগতে জর্জ লাম নামেও সমধিক পরিচিত। তিনি ১৯৪৭ সালের ১২ অক্টোবর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের কুয়াংতোং প্রদেশের চিয়াং মেন শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হংকংয়ের একজন জনপ্রিয় গায়ক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা।
লেখাপড়ার সময়ে তিনি সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালে তিনি হংকংয়ে জেড নামক সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালে তিনি প্রথম ইংরেজি অ্যালবাম ‘জর্জ লাম সিরিজ ১: লাম’ প্রকাশ করেন। ১৯৭৮ সালে তিনি প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম প্রকাশ করেন।
এতক্ষণ আপনারা যে গানটি শুনেছেন, তা জর্জ লামের ১৯৮০ সালে প্রকাশিত ‘আইসকো বাম্পকিনস’ নামক অ্যালবাম থেকে নেয়া। গানটি ১৯৮০ ও ১৯৯৭ সালে পর পর দু’বার টপ টেন চায়নিজ গোল্ড সংস অ্যাওয়ার্ডস জিতে। গানটি দিয়ে তিনি হংকংয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮১ সালে জর্জ হংকংয়ে প্রথমবারের মতো একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ‘কে সবচেয়ে প্রিয়’ জর্জ লামের ১৯৮৬ সালে প্রকাশিত ‘সবচেয়ে প্রিয়’ নামক অ্যালবামের একটি গান। গানটি সে বছর ষষ্ঠ হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র সংগীত পুরস্কার জিতে।
‘একজন পুরুষকে শক্ত হয়ে দাঁড়াতে হবে’ প্রাচীন সঙ্গীত থেকে পরিবর্তিত একটি গান। পাশাপাশি ধারাবাহিক চলচ্চিত্র ‘হুয়াং ফেইহোং’য়ের থিম সং। গানটির ক্যান্টোনিজ ও ম্যান্ডারিন দু’টো সংস্করণ আছে। দু’টোই জর্জ লামের গাওয়া এবং যথাক্রমে তাঁর ১৯৯১ সালে প্রকাশিত একটি ক্যান্টোনিজ অ্যালবাম ও ‘এবার তুমি সত্যিই আমার হৃদয় ভেঙ্গে দিলে’ নামক ম্যান্ডারিন অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। যেহেতু আমি আপনাদের কয়েকটি ক্যান্টোনিজ গান শোনিয়েছি, সেহেতু এখন আমি ক্যান্টোনিজ গান ‘একজন পুরুষকে শক্ত হয়ে দাঁড়াতে হবে’-সহ ‘এবার তুমি সত্যিই আমার হৃদয় ভেঙ্গে দিলে’ ম্যান্ডারিন গানও শোনাব, কেমন?
‘প্রত্যেক রাত’ জর্জ লামের ১৯৮৪ সালের ডিসেম্বরে প্রকাশিত একটি ক্যান্টোনিজ গান। গানের সঙ্গীতে পাশ্চাত্য সঙ্গীত ‘ক্যাটস’ এবং চীনা সঙ্গীত ‘ফুল এখন ফুল নয়’ সংযুক্ত করা হয়। গানটি ১৯৮৫ সালে টপ টেন চায়নিজ গোল্ড সং অ্যাওয়ার্ডে গোল্ড সং পুরস্কার জিতে। ‘বিলিয়ন নাইটস’ গানটি জর্জ লাম মার্কিন গায়ক জারমেইন জ্যাকসনের বিখ্যাত গান ‘লোনলি ওয়োন্ট লিভ মি এলোন’র কাভার সংস্করণ এবং তাঁর ১৯৮৭ সালের জানুয়ারিতে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, দু’টো গানই রাতের সঙ্গে সম্পৃক্ত। সেজন্য আমি দু’টো গান একসাথে আপনাদের শোনাতে চাই। আপনারা তুলনা করতে পারবেন, দু’টো গানে কী পার্থক্য আছে, কেমন?
(প্রেমা/এনাম)