চীনে আকাশপথে যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে
2022-06-13 10:55:48

জুন ১৩: সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর চীনে আকাশপথে যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। এখন বিভিন্ন যানবাহন ব্যবহারকারী যাত্রীদের মধ্যে ৩৩.১ শতাংশই আকাশপথে যাতায়াত করছেন।

এদিকে, গত দশ বছরে চীন ১২৮টি দেশ ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক বিমানচলাচল চুক্তি স্বাক্ষর করেছে এবং ৮৯৫টি নতুন আন্তর্জাতিক রুট চালু করেছে।

গত দশ বছরে চীনে নতুন নির্মিত বা স্থানান্তরিত বিমানবন্দরের সংখ্যা দাঁড়ায় ৮২টিতে। এসময় নতুন করে ৩ সহস্রাধিক রুট বাড়ানো হয়।

তা ছাড়া, গত দশ বছরে চীনের বিমান-পরিষেবার আওতায় এসেছে দেশের ৯২ শতাংশ প্রিফেকচার-স্তরের প্রশাসনিক ইউনিট এবং ৮৮ শতাংশ মানুষ। (প্রেমা/আলিম/ছাই)