বিশ্বে আধিপত্যের যুগ শেষ: মাদুরো
2022-06-12 16:39:03


জুন ১২: গত শুক্রবার রাতে ইরানে সফররত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠিত জনগণের এক শীর্ষসম্মেলনে ভাষণ দিয়েছেন।  

ভাষণে তিনি সম্মেলনের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমেরিকান দেশগুলো তাদের ভিন্ন আওয়াজ তুলেছে। ফলে আধিপত্যের যুগ শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত আমেরিকার শীর্ষসম্মেলনের মোকাবিলায় একই সময়ে জনগণের শীর্ষসম্মেলন আয়োজিত হয়েছে।4

মাদুরো বলেন, ‘আমাদের কণ্ঠ লস এঞ্জেলসে পৌঁছেছে, আমাদের আমেরিকার নানা দেশ তথা কিউবা, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলার কণ্ঠ  লস এঞ্জেলসের  রাস্তায় ধ্বনিত হয়েছে’ ।

 

তিনি আরো বলেন, ‘একটি অহংকারী সাম্রাজ্য দুর্বল হয়ে গেছে, কিন্তু এখনও তারা একটি আধিপত্যবাদী সাম্রাজ্যের মতো কাজ করতে চায়। তারা বিশ্ব ও আমেরিকায় আধিপত্য করতে চায়। আমরা একে কখনোই ফিরে আসতে দেব না’। (শিশির/এনাম/রুবি) 9নি()