বন্দুক সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
2022-06-12 16:48:57

জুন ১২: যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গতকাল (শনিবার) সরকার ও রাজনীতিকদের কাছে গুলি সহিসংতা মোকাবিলা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সংঘটিত হয়েছে।

 

জানা গেছে, ‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামক একটি সংস্থা এ বিক্ষোভের আয়োজন করেছে। ওয়াশিংটন, নিউইয়র্ক, শিকাগোসহ দেশের ৪৫০টি স্থানে বিক্ষোভ হয়েছে। 

 

ওয়াশিংটনের জাতীয় মহাচত্ত্বর স্মৃতিসৌদ্ধের উত্তরাঞ্চলের লনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে নানা স্লোগান দিয়েছে। অনেকের প্লেকার্ডে লেখা ছিল ‘শিশুদের বাঁচান’, ‘প্রাণ বাঁচান, আর গুলি নয়’, ‘গুলি সহিসংতা রোধ করুন’ ইত্যাদি।

 

মার্চ ফোর আওয়ার লাইভস নামক সংস্থাটির দায়িত্বশীল এক কর্মকর্তা ঘটনাস্থলে ভাষণ দেওয়ার সময় বলেছেন, সারা বিশ্ব মার্কিন শিশুদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তবে মার্কিন কিছু রাজনীতিকের কান বন্ধ রয়েছে।

 

সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে অত্যন্ত চারজন নিহত হয়েছে, এমন গুলি বর্ষণের ঘটনা ঘটেছে ২৫৬টি। সারা দেশে ১৯ হাজার জন গুলিতে নিহত হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)