চীনে বেসামরিক বিমান পরিবহনের দ্রুত উন্নয়ন
2022-06-12 16:45:41

জুন ১২:  চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কংগ্রেসের পর চীনে বেসামরিক বিমান পরিবহন দ্রুত বৃদ্ধি পেয়েছে। বেসামরিক বিমানের যাত্রীদের ট্র্যান্সসিটের পরিমাণ দেশের কমপ্লেক্স পরিবহন ব্যবস্থার মধ্যে ৩৩.১ শতাংশ ছাড়িয়েছে।

 

চীন ১২৮টি দেশ ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর এবং ৮৯৫টি আন্তর্জাতিক এয়ারলাইনস চালু করেছে।

 

গত দশ বছরে চীনে নতুন করে নির্মিত বা স্থানান্তর করা বিমানের সংখ্যা ৮২টিতে দাঁড়িয়েছে। বিমানবন্দরের পরিমাণ ২৫০টি ছাড়িয়েছে। সারা চীনে বিমানবন্দরের পরিবহন ক্ষমতা ১৪০ কোটি জন। নতুন করে ৩ হাজারটিরও বেশি এয়ারলাইন্স বেড়েছে, যার ফলে মোট এয়ারলাইন্সের পরিমাণ ৫,৫৮১টি ছাড়িয়েছে।

 

দেশের ৯২ শতাংশ জেলা, ৮৮ শতাংশ জনসংখ্যা এবং ৯৩ শতাংশ অর্থনীতি বিমান সেবার আওতায় রয়েছে। এর মধ্যে মধ্য ও পশ্চিমাঞ্চলের বিমানবন্দরে যাত্রীর সংখ্যা পুরো শিল্পে ২০১২ সালের ৩৬.৫ থেকে বেড়ে ২০২১ সালের ৪৫.২ শতাংশে উন্নীত হয়েছে। (রুবি/এনাম/শিশির)