জেলেনস্কি-উরসুলা বৈঠক
2022-06-12 16:40:40

জুন ১২: গতকাল (শনিবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দের লিয়েন এক বৈঠকে মিলিত হয়েছেন।

 

বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউরোপীয় প্রকল্প প্রতিশ্রুতিশীল কি না? তা নির্ভর করছে ইউক্রেনের যোগদানের আবেদন নিয়ে ইউরোপীয় ইউনিয়েনের জবাবের উপর।

 

উরসুলা ভন দের লিয়েন বলেন, এখন ২৪ ঘন্টা কাজ চলছে ইউক্রেনের  প্রার্থীতা নিয়ে। এবার আলোচনার মাধ্যমে  ইইউ মূল্যায়ন কাজ শেষ করতে পারে এবং আগামি সপ্তাহে ঘোষণা হবে ইউক্রেন প্রার্থী দেশ হবে কি না?

 

তিনি আরো বলেন, এটা দীর্ঘ একটি প্রক্রিয়ার সূচনা মাত্র। শুরুতে ইইউ’র ২৭টি সদস্য দেশকে ইউক্রেনকে প্রার্থী হিসেবে গ্রহণ করতে একমত হতে হবে, তারপর ইউক্রেনকে আইনের শাসনের নীতির উন্নয়ন এবং দুর্নীতি দমনসহ ধারাবাহিক অভ্যন্তরীণ সংস্কার করতে হবে। (শিশির/এনাম/রুবি)