যুক্তরাষ্ট্রকে অবিলম্বে আধিপত্যবাদী কর্মকান্ড বন্ধের আহ্বান জানাল চীন
2022-06-11 16:24:14

জুন ১১: যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে মনরো মতবাদ ও আধিপত্যবাদী কর্মকান্ড বন্ধ করা। গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

 

 জানা গেছে, যুক্তরাষ্ট্র কিউবা, ভেনেজুয়েলা ও নিকারাগুয়াকে সপ্তম আমেরিকা মহাদেশের শীর্ষসম্মেলন থেকে বাদ দিয়েছে। একে অগ্রহণযোগ্য এবং ক্ষমার আযোগ্য  বলে উল্লেখ করেছেন শীর্ষসম্মেলনে ভাষণ দেওয়ার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ডমিনিকার প্রধানমন্ত্রী, ও বেলিজের প্রধানমন্ত্রী-সহ ল্যাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতারা।

 

 চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের উচিত আধিপত্যবাদ, হুমকি, অবরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করার পাশাপাশি একই অঞ্চলের দেশগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতাসম্পন্ন সহাবস্থান এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করা।

 

(রুবি/এনাম/শিশির)