বাণিজ্যিক সহযোগিতা মজুবত করছে আরসিইপি
2022-06-11 18:35:22

জুন ১১: গত ১ জানুয়ারি থেকে আরসিইপি কার্যকর হওয়ার ফলে অধিক থেকে অধিকতর চীনা ও বিদেশি প্রতিষ্ঠান বেশি করে সুযোগ-সুবিধা ভোগ করছে। সদস্য দেশগুলোর বাণিজ্যিক সহযোগিতা প্রাথমিকভাবে মজুবত হয়েছে।

 

ক্যাপশন: বিশ্বের বৃহত্তম লিচু উত্পাদন ক্ষেত হলো কুয়াং তোং প্রদেশের মাও মিং। সারা বিশ্বের প্রতি পাঁচটি লিচুর মধ্যে একটি এখান থেকে যায়।

 

ক্যাপশন: শান তোং প্রদেশের ওয়েই ফাং শহরে ১ হাজার টনের পূর্ব থেকে প্রস্তুত ডিশ কনটেইনারে বসানো হয়েছে। এসব কোল্ড চেইনের মাধ্যমে জাপানের বিভিন্ন সুপার মার্কেটে পাঠানো হচ্ছে।

 

ক্যাপশন: চীনের এক বাণিজ্যমেলায় জাপানের হালকা মদ দেখা যাচ্ছে।

 

ক্যাপশন: গত ফেব্রুয়ারিতে তোলা ছবিতে চীনের থিয়ান চিন বন্দরের ব্যস্ততা  দেখা যাচ্ছে।