বৃত্তিমূলক শিক্ষা অনেক সম্ভাবনাময়
2022-06-10 10:00:05

চীনে একটি প্রবাদ আছে: সমাজে ৩৬০টি পেশা আছে, আর প্রতিটি পেশায়ই চ্যাম্পিয়ন হওয়া যায়। যার মানে প্রতিটি পেশারই সমান মর্যাদা পাওয়া উচিত এবং প্রচেষ্টা চালালে সবপেশায়ই শীর্ষস্থান অর্জন করা যায়।

 

২০১৯ সালের ২০ আগস্ট কান সু প্রদেশের শান তান পেই লি বিদ্যালয় পরিদর্শন করেন প্রেসিডেন্ট সি চিন পিং। জেং সুয়ে ছেং  সে সময় প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাত্ করেন।

 

ইতিহাস থেকে জানা যায়, নিউজিল্যান্ডের বিখ্যাত সমাজবিদ রিভি অ্যালি এবং বৃটেনের শ্রম বিপ্লবী জর্জ আলভিন হগ ১৯৪২ সালে শান তান পেই লি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা থেকে এ বিদ্যালয় ‘হাত ও মাথার যৌথ ব্যবহারে উদ্ভাবন ও বিশ্লেষণ’ চেতনায় চীনের ভবিষ্যত জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের জন্য অনেক প্রযুক্তিবিদ ও কর্মজীবী প্রদান করেছে।

 

প্রেসিডেন্ট সি চিন পিং’র সঙ্গে সাক্ষাতের মুহূর্ত স্মরণ করে জেং সুয়ে চেং বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্সাহব্যঞ্জক কথাবার্তায় আমি প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে দেশের জন্য অবদান রাখার দৃঢ় প্রতিজ্ঞা করেছি’।

 

 পরিদর্শনের সময় সি চিন পিং সরঞ্জামের প্রক্রিয়াজাত, স্মার্ট হোম ডিজাইনসহ নানা কোর্স দেখেন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও জীবন সম্পর্কে খোজখবর নেন।

 

সি চিন পিং তাদের জিজ্ঞেস করেন, ‘তিনবছর প্রশিক্ষণ নেওয়ার পর তারা কোন পর্যায়ে উন্নীত হতে পারে? কারখানায় ইন্টারনশিপ করতে পারবে কি-না? এখানে লেখাপড়া শেষে চাকরিতে যোগ দেবে-না লেখাপড়া অব্যাহত রাখবে?

 

অধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে আসে। লেখাপড়া করে পেশাদার হয়ে কর্মসংস্থান সহজ হয়। এ কথা জেনে প্রেসিডেন্ট সি চিন পিং খুব আনন্দিত হন। তিনি বলেন, “তাতে জানা যায়, পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সমাজের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা আরও বেড়ে যায়। এটা হাত ও মাথার যৌথ ব্যবহারের চেতনার প্রতিফলন”।

 

শান তান পেই লি বিদ্যালয়ের সঙ্গে সি চিন পিং’র বিশেষ সম্পর্ক রয়েছে। যখন তিনি ফু চিয়ান প্রদেশে চাকরি করতেন, তখন তিনি এ স্কুলকে চাঁদা দেওয়ার জন্য নানা প্রতিষ্ঠানকে উত্সাহিত করেছিলেন। সিপিসি’র কেন্দ্রীয় কমিটিতে যোগ দেওয়ার পরও তিনি এস্কুলের উন্নয়নে মনোযোগী ছিলেন।

 

অতীতের কাজ সম্পর্কে সি চিন পিং বলেন, ‘আমি যেটা করেছি, সেটা খুব ক্ষুদ্র। তাতে এ স্কুলের প্রতি আমার গভীর আবেগ প্রকাশিত হয়েছে’।

 

স্কুলটি ত্যাগ করার সময় শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলের গান গেয়ে প্রেসিডেন্ট সি চিন পিংকে বিদায় দিয়েছেন।

 

সবাইকে উত্সাহিত করে সি চিন পিং বলন, ‘পেশাদার তথা বৃত্তিমূলক শিক্ষা অনেক সম্ভাবনাময়। সমাজে ৩৬০টি পেশা আছে, প্রতিটি পেশায় চ্যাম্পিয়ন হওয়া যায়। যার মানে প্রতিটি পেশার সমান মর্যাদা পাওয়া উচিত এবং প্রচেষ্টা চালালে সবপেশায় শীর্ষস্থান অর্জন করা যায়। আপনাদের প্রতি সুষ্ঠু ঐতিহ্য ধারণ করে যুগের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করে আরও বেশি বাস্তব প্রকৌশল আয়ত্ত করার আশা করি আমি। সবাই দেশের চাহিদার জন্য জনশক্তিতে পরিণত হবে বলে প্রত্যাশা করছি’।

 

প্রেসিডেন্ট সি চিন পিং’র উত্সাহে জেং সুয়ে ছেং এরপর চাং ইয়ে শহরের মাধ্যমিক পেশাদার স্কুলের শিক্ষার্থীদের প্রকৌশলী প্রতিযোগিতায় গাড়ি প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্রকল্পের তৃতীয় পুরস্কার লাভ করেছেন।

 

একবছর পর তিনি কাও খাও বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরে লান চৌ আধুনিক পেশাদার কলেজে ভর্তি হন জেন সুয়ে ছেং।  তিনি বলেন, ‘কলেজ থেকে স্নাতকের পর কারখানায় চারকিতে যোগ দেবো এবং নিজের পেশাদার প্রকৌশল ব্যবহার করবো। ভবিষ্যত খুব প্রত্যাশাময়। এ শিল্পের অনেক সুযোগ রয়েছে’।

 

গত দুবছরে শান তান পেই লি স্কুলের অনেক পরিবর্তন ঘটেছে। শিক্ষক চু চিয়াও বিয়াও জানিয়েছেন, স্কুলটি নতুন করে স্থানান্তরিত হয়েছে। শিক্ষা ভবনসহ নানা কাঠামোগত ব্যবস্থা উন্নত হয়েছে।

 

ছেং সুয়ে ছেং’র মতো অনেক প্রকৌশলী জনশক্তি নতুন যুগে উন্নয়নের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে চীনের প্রক্রিয়াকরণ শিল্পের জন্য নতুন চালিকাশক্তি যুগিয়েছেন।