‘সার্ক ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড, ২০২২’ পেলেন বাংলাদেশী শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব
2022-06-10 19:49:56


সুপ্রিয় শ্রোতা, মহামারী এখনো আমাদের জীবনে প্রভাব ফেলছে। তবে অনেক মানুষ আছেন যারা কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও অন্য মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করছেন। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাক্তার নাজমুস সাকিব। তিনি ১২ বছর ধরে চীনে বসবাসরত আছেন এবং বেইজিং চিলড্রেন্স হসপিটালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি এশিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি- এর বোর্ড মেম্বার ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই- এর সংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক এবং আরো আনুষঙ্গিক প্রকল্পের সঙ্গে সংযুক্ত রয়েছেন। স্বাস্থ্য খাতে অসামান্য অবদানের জন্য তিনি সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সার্ক ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড- ২০২২ সম্মানে ভূষিত হন। চলুন তাহলে কথা বলা যাক আজকের অতিথি ডাঃ নাজমুস সাকিবের সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)