আমেরিকান আধিপত্য মানুষের শ্বাস রোধ করে চলেছে তোলে: চীনা মুখপাত্র
2022-06-10 19:35:31

জুন ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন আধিপত্যবাদী আচরণ দেশে-বিদেশে অসংখ্য মানুষের শ্বাস রোধ করে চলেছে।

মুখপাত্র বলেন, মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার তেল চুরি করেছে মর্মে প্রকাশিত রিপোর্ট চীনের নজরে এসেছে। আসলে, মার্কিন ধাঁচের আধিপত্যবাদ কেবল ফ্লয়েডের শ্বাসই রোধ করেনি, বরং সিরিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের জনগণের শ্বাসও রোধ করেছে ও করছে।

চীনা মুখপাত্র বলেন, সিরিয়ার সঙ্কট দশ বছরেরও বেশি সময় ধরে চলছে। এ দীর্ঘ সময়ে দেশটিতে মার্কিন সামরিক ও অর্থনৈতিক হস্তক্ষেপ কখনই থামেনি। পরিসংখ্যান অনুসারে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরিয়ার যুদ্ধে ৩৩,৫৮৪ জন বেসামরিক লোক মারা গেছে। দুঃখের বিষয়, মার্কিন সরকারের এতে কোনো বিকার নেই। তারা এখন প্রকাশ্যে সিরিয়ার জাতীয় সম্পদ লুটপাট ও লুণ্ঠন করছে।

মুখপাত্র আরও বলেন, সিরিয়ার জনসংখ্যার ৯০ শতাংশই বর্তমানে দারিদ্র্যসীমার নিচে রয়েছে এবং জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানবিক সহায়তার ওপরে নির্ভরশীল। জনসংখ্যার ৫৫ শতাংশের খাদ্য-নিরাপত্তায নেই। অথচ সিরিয়ার জনগণের সম্পদ যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে দখল করছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, সিরিয়ায় অবৈধভাবে অবস্থানরত মার্কিন সৈন্যরা সেদেশের তেলক্ষেত্র থেকে তেল চুরি করেছে এবং লাভের জন্য তা দেশের বাইরে পাচার করেছে। (ইয়াং/আলিম/ছাই)