ব্রিক্সের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত
2022-06-10 19:17:49

জুন ১০: ব্রিক্সের অর্থ ও বাণিজ্যমন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনে সদস্যদেশগুলোর মধ্যে ডিজিটাল অর্থনীতি, আর্থ-বাণিজ্যিক ও টেকসই উন্নয়ন, সরবরাহ চেইন, ও বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। গতকাল (বৃহস্পতিবার) ব্রিক্সের ওই সম্মেলন আয়োজিত হয়।

বিবৃতিতে জানানো হয়, সম্মেলনে ‘ব্রিক্স দ্বাদশ অর্থ ও বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনের যৌথ ইস্তাহার’, ‘ব্রিক্স বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা ও বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার জোরদারের ঘোষণা’, ‘ব্রিক্স জাতীয় ডিজিটাল অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের কাঠামো’, ‘ব্রিক্স জাতীয় বাণিজ্যিক বিনিয়োগ ও টেকসই উন্নয়ন প্রস্তাব’, ‘ব্রিক্স সরবরাহ চেইন জোরদারের সহযোগিতার প্রস্তাব’, ইত্যাদি প্রকাশিত হয়। চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও সম্মেলনে সভাপতিত্ব করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)