জুন ১০: তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বাস্তুবিদ্যা এবং পরিবেশ বিভাগ সম্প্রতি "তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশের অবস্থা সংক্রান্ত বুলেটিন, ২০২১" প্রকাশ করেছে। তাতে দেখা যায় যে, তিব্বত এখনও বিশ্বে পরিবেশগত দিক দিয়ে সেরা।
২০২১ সালে তিব্বতের প্রধান নদী ও হ্রদগুলোর জলের গুণগত মান সামগ্রিকভাবে ভাল ছিল। তিব্বতের সামগ্রিক বায়ুর গুণগত মানও চমত্কার। তিব্বতের তুষারে আচ্ছাদিত মালভূমিতে বন্য প্রাণীর সংখ্যাও বাড়ছে। (ইয়াং/আলিম/ছাই)