ইউরোপীয় পার্লামেন্টে সিনচিয়াংসম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন
2022-06-10 19:24:44

জুন ১০: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে চীনা কূটনীতিক দল গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় পার্লামেন্টের সিনচিয়াংসম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

চীনা কূটনীতিক দলের মুখপাত্র বলেন, নয়াচীন প্রতিষ্ঠার পর থেকেই চীনা সরকার জনগণকেন্দ্রিক মানবাধিকার ধারণায় অবিচল আছে। সিনচিয়াংয়েও মানবাধিকার পরিস্থিতি সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। সেখানে বিভিন্ন জাতির জনগণের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার বাস্তবায়িত হয়েছে।

মুখপাত্র বলেন, ১৯৫৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সিনচিয়াংয়ের অর্থনীতি ১৬০ গুণ বেড়েছে। মাথাপিছু জিডিপি ৩০ গুণ বেড়েছে। সিনচিয়াংয়ে দারিদ্র্যবিমোচন লক্ষ্য পূরণ হয়েছে। সিনচিয়াংয়ের প্রতি ৫৩০ জন মুসলমানের জন্য গড়ে একটি মসজিদ রয়েছে। সংখ্যাটি অধিকাংশ পশ্চিমা দেশ, এমনকি কোনো কোনো ইসলামিক দেশের চেয়েও বেশি।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির নাগরিকরা সুষ্ঠু ও সম্প্রীতিময় জীবন যাপন করছেন। সিনচিয়াং ইতিহাসের শ্রেষ্ঠ উন্নয়নের সময়ে রয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)