শাংরি-লা সংলাপে অংশ নেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদ্বয়
2022-06-10 19:27:33

জুন ১০: শাংরি-লা সংলাপ আজ (শুক্রবার) সিঙ্গাপুরে শুরু হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তাসম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরাম এটি। চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদ্বয় সংলাপে অংশ নিয়েছেন।

এক মাস আগে দু’দেশের প্রতিরক্ষামন্ত্রীদ্বয় ফোনালাপে মিলিত হয়েছিলেন। ফোনালাপের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে শাংরি-লা সংলাপে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার ব্যাপারে ‌আশা প্রকাশা করেন।

বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এক্ষেত্রে চীনের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত রয়েছে। চীন মনে করে, দু’দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতার বিকল্প নেই।

সামরিক সম্পর্ক হলো দু’দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের ক্রমাগত উস্কানির কারণে চীন-মার্কিন সামরিক সম্পর্ক অনেক অসুবিধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

চীন-মার্কিন সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনতে চীন-মার্কিন সামরিক বাহিনীর জন্য ঝুঁকি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। (ছাই/আলিম/ওয়াং হাইমান)