১০ বছর পর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের
2022-06-10 16:11:09


জুন ১০: বহু বছরের শিথিল মুদ্রানীতির পর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গতকাল (বৃহস্পতিবার) আগামী পয়লা জুলাই থেকে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১০ বছরে এই প্রথম ব্যাংক সুদের হার বাড়াতে যাচ্ছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে, এতে ঋণ-সংকট সৃষ্টি হতে পারে। জার্মানির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে, সুদের হার বৃদ্ধি না-করলে মার্কিন ডলারের বিপরীতে ইউরো আরও দুর্বল হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)