চীনের সি ছুয়ান প্রদেশের ইবিন শহরের সানচিয়াংখৌ বা তিন নদীর মোহনায় গিয়েছেন সি চিন পিং
2022-06-10 11:29:28

জুন ১০: বুধবার বিকেলে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং সিছুয়ান প্রদেশের ইবিন শহরে সানচিয়াংখৌ বা তিন নদীর মোহনা পরিদর্শন করেছেন এবং ইয়াংসি নদীর অববাহিকায় পরিবেশগত পুনরুদ্ধার ও সুরক্ষা  ব্যবস্থার খোঁজখবর নিয়েছেন।

ইবিন শহরাঞ্চলের ইয়াংসি নদী, চিনশা নদী ও মিনচিয়াং নদীর সংযোগস্থলে সানচিয়াংখৌ অবস্থিত। চিনশা নদী ও মিনচিয়াং নদী এখানে মিলিত হয়েছে। এখান থেকেই ইয়াংসি নদীকে ‘ইয়াংজি নদী’ বলা হয়, তাই ইবিন শহরটি ‘ইয়াংসি নদীর প্রথম শহর’ নামেও পরিচিত।

‘পরিবেশগত অগ্রাধিকার এবং সবুজ উন্নয়নের ধারণাটি’ মানুষের হৃদয়ে রয়েছে। ইবিনের ইয়াংসি নদীর পরিবেশগত ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সানচিয়াংখৌ বা তিন নদীর মোহনার কেন্দ্রীয় অঞ্চলের মোট দৈর্ঘ্য প্রায় ৪.২ কিলোমিটার এবং মোট এলাকা প্রায় ৭৩.৩ হেক্টর; যা জনসাধারণের জন্য জল, অবকাশ, বিনোদন ও সাংস্কৃতিক পরিষেবা দেয়।

(লিলি/তৌহিদ/শুয়েই)