“সরকার তৎপর থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব”
2022-06-10 19:33:01

ব্যবসাপাতির ৭৭তম পর্বে যা থাকছে:

# বাংলাদেশে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন

# ২০২২-২০২৩ বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে- কমতে পারে

# কৃষি প্রযুক্তির ব্যবহার: চীনে গমের বাম্পার ফলন

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“নাটকীয় কোন ফিসক্যাল পলিসি নেওয়া বা পদক্ষেপ নেওয়া এই মুহুর্তে সম্ভব নয়। বর্তমানে অর্থনীতির যেসব সীমাবদ্ধতা আছে তার মধ্য থেকেই রাজস্ব বাড়ানোর চেষ্টা করতে হবে। এটা মূলত সমৃদ্ধির জন্য সতর্কতার বাজেট। কারণ সামনে নির্বাচন আছে, সরকারের জন্য জনতুষ্টির বিষয় আছে। প্রথমত, অনাদায়ী অর্থ পাওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত রাজস্ব ব্যবস্থার অনলাইন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। এবং তৃতীয়ত করদাতার সংখ্যা বাড়ানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

ড. মোহাম্মদ আব্দুল মজিদ

সাবেক চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড –এনবিআর