জুন ১০: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (বৃহস্পতিবার) স্বাক্ষরিত একটি প্রেসিডেন্ট ডিক্রিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য রুশ নেতৃবৃন্দের বিরুদ্ধে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের আরোপিত নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনের ওয়েবসাইটে এদিন প্রকাশিত তথ্যে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় মোট ৩৫জন আছে। পুতিন ছাড়া আরো আছেন রুশ প্রেসিডেন্টের তথ্যসচিব, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে। ইউক্রেনে তাদের সম্পদের ব্যবহার বা নিষ্পত্তির উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
জেলেনস্কি এদিন এক রাষ্ট্রপতির ডিক্রিতে স্বাক্ষর করেছেন। তিনি রাশিয়ার ২৬১টি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। তা ছাড়া, বৈজ্ঞানিক সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়া খাতে রাশিয়ার ২৩৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে বিনিময় মুলতুবি রাখার ঘোষণা করেছেন।
লিলি/তৌহিদ/শুয়ে