যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উচিত ইউরেনিয়াম বোমার শিকারদের ক্ষতিপূরণ দেওয়া: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-06-10 19:22:13


জুন ১০: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন,  যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উচিত বিভিন্ন যুদ্ধে নিজেদের কৃত অপরাধের কথা চিন্তা করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সাবেক যুগোস্লাভিয়ায় ইউরেনিয়াম বোমার শিকারদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া।

মুখপাত্র চাও বলেন, ২৩ বছর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই, সাবেক যুগোস্লাভিয়ার ওপর টানা ৭৮ দিন বিমান-হামলা চালায়। ওই সময় ন্যাটো ৪ লাখ ২০ হাজারটি প্রায় ২২ হাজার টন ওজনের বোমা ফেলেছে। এর মধ্যে ১৫ টনের ইউরেনিয়াম বোমাও ছিল। হামলায় ৭৯ জন শিশুসহ ২৫০০ জনেরও বেশি বেসামরিক লোক তাত্ক্ষণিকভাবে মারা যায় এবং ১০ লাখেরও বেশি মানুষ গৃহহারা হয়।

মুখপাত্র আরও বলেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই অন্যায় যুদ্ধের নেতিবাচক প্রভাব এখনও কাটেনি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে ইউরেনিয়াম বোমাসৃষ্ট ক্ষয়ক্ষতির প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং পরিবেশ ও মানবজাতির খাদ্য চেইনের ওপরও এর নেতিবাচক প্রভাব রয়েছে।

উল্লেখ্য, আজ যুগোস্লাভিয়ায় ন্যাটোর বিমান-হামলা শেষ হওয়ার ২৩তম বার্ষিকী। (ওয়াং হাইমান/আলিম/ছাই)